চার দিনেও পুরো নেভেনি চিনির গুদামের আগুন, মরে গেছে অনেক প্রজাতির মাছ-কাঁকড়া

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২৪, ০৩:২৮ পিএম

চার দিনেও পুরো নেভেনি চিনির গুদামের আগুন,  মরে গেছে অনেক প্রজাতির মাছ-কাঁকড়া

সংগৃহীত ছবি

চট্টগ্রামে কর্ণফুলীর তীরে এস আলম রিফাইন্ড সুগার মিলের অপরিশোধিত চিনির গুদামে লাগা আগুন চার দিনেও পুরোপুরি নেভেনি। এতে অনেক প্রজাতির মাছ ও কাঁকড়ার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরেও কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় ওই গুদামে কাজ করে যাচ্ছিলেন ফায়ার সর্ভিসের কর্মীরা। তাদের বিভিন্ন স্টেশনের ১৫টি ইউনিট গুদামের টিনির স্তূপের মধ্যে পানি ছিটিয়ে যাচ্ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আগুনে ক্ষতিগ্রস্ত চিনিকল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আগুন নির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আগুন লাগার পর চিনিকলের জায়গা ইছানগর ও আশপাশের এলাকায় পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। চিনিকলের গলিত চিনিমিশ্রিত পানির কারণে কর্ণফুলী নদীতে মাছসহ নানা জলজ প্রাণী মারা গেছে।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরীয়া  বলেন, পোড়া চিনির বর্জ্য ছড়িয়ে পড়ায় নদীর পানিতে কার্বন ডাই–অক্সাইড বেড়ে গেছে। দ্রবীভূত অক্সিজেন মারাত্মকভাবে কমে গেছে। এ কারণে চিংড়ির পাশাপাশি ক্যাটফিশজাতীয় মাছও মারা যাচ্ছে। ডলফিনের ঝুঁকিও বেড়েছে।

Link copied!