যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৪, ০৪:৪৪ এএম

যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

গত বছর ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামাস-ইসরায়েল যুদ্ধ যখন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে, যুদ্ধের আগুন যখন ক্রমশ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে, ঠিক তখনই গত ১৩ এপ্রিল মিশর ও কাতারের মধ্যস্থতায় দেশটিকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়। এবার সেই প্রস্তাবে সাড়া দিয়েছে দখলদার ইসরায়েল।

কাতার থেকে পাঠানো এক বিবৃতিতে গাজার উপপ্রধান খলিল আল হায়া জানান, যুদ্ধবিরতির প্রস্তাবে দখলদার গোষ্ঠী ইসরায়েল সাড়া দিয়েছে।

সূত্র: রয়টার্স

Link copied!