শেখ হাসিনা-নরেন্দ্র মোদির বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৫:০২ এএম

শেখ হাসিনা-নরেন্দ্র মোদির বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়

বৈঠকে নরেন্দ্র মোদি বাংলাদেশের অগ্রগতি এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। ছবি: ভারতের প্রধানমন্ত্রীর টুইটার

ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে নয়াদিল্লিতে। ওই বৈঠকে তিনটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। দুই দেশ তাদের চলমান গভীর সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। বৈঠকে নরেন্দ্র মোদি বাংলাদেশের অগ্রগতি এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। 

বৈঠকে বাংলাদেশ এবং ভারতের বিদ্যমান গভীর সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য একমত হয়েছেন এই দুই নেতা।

দিল্লিতে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈঠকে কৃষি গবেষণা ও শিক্ষা সহযোগিতা, শিক্ষা, কৃষি, সংস্কৃতি নিয়ে তিন দফা সমঝোতা স্মরক সই হয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি।

দুই দেশের মধ্যকার অনিষ্পন্ন বিষয়গুলো অফিসিয়াল পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবাসন বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক পর্যায়ে কানেক্টিভিটি তথা রেল ও সড়ক যোগাযোগ বৃদ্ধি করতে চলমান কার্যক্রম বেগবান করতে উভয় দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন। ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার এই সফরে ভারতের সাথে তিনটি সমঝোতা স্মারকে থাকছে সাংস্কৃতিক বিনিময় চুক্তি, যা ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। সেই সঙ্গে ভারতের এনপিসিআই ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে নেটওয়ার্ক-টু-নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে রুপি ও টাকা পারস্পরিক লেনদেন সহজীকরণ।

শুক্রবার দুপুরেই নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ। ৩ দিনের এই সফরে শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে জি-২০ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এ ছাড়া আর্জেন্টিনা ও সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সাথেও বৈঠক করবেন শেখ হাসিনা। 

Link copied!