খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ১০১ প্রফেসরের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৩:৫৫ এএম

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ১০১ প্রফেসরের বিবৃতি

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০১ জন প্রফেসর বিবৃতি দিয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) এই বিবৃতি প্রকাশিত হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচার হটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং নারী শিক্ষার প্রসার, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল মতের স্বাধীনতা এবং দেশের অর্থনীতিকে ‍‍`ইমার্জিং টাইগার অব এশিয়া হিসেবে দাঁড় করানোসহ দেশের সার্বিক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। 

বর্তমান সরকার এমন একজন শীর্ষ মহিয়সী রাজনীতিক, একজন সাবেক প্রধানমন্ত্রী ও বয়োজ্যেষ্ঠ নাগরিককে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত একটি মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে প্রেরণ করে।বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয়, সংগ্রামী, আপোষহীন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। 

তাঁর চিকিৎসার মেডিক্যাল বোর্ড একাধিকবার জানিয়েছে যে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের মতো অবস্থানে চলে গেছেন। মেডিক্যাল বোর্ডের মতে দেশে তাঁকে চিকিৎসা দেয়ার মতো আর কিছু বাকি নেই। এমতাবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের শিক্ষকবৃন্দ বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। 

খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে তার আশু উন্নত চিকিৎসার প্রয়োজন। সোনালী দলের মতে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের ব্যবস্থা, মানবিক মূল্যবোধ ও চলমান রাজনৈতিক সংকট উত্তরনে সহায়ক ভূমিকা রাখবে। সোনালী দল বাকৃবির শিক্ষকবৃন্দ বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার জোর দাবি জানাচ্ছে।

বিবৃতিতে স্বাক্ষর প্রদানকারী প্রফেসরগণের মধ্যে উল্লেখযোগ্য ড. মো: গোলাম রব্বানী, ড. মো: আজিজুল হক, ড. মো: আবুল হাশেম, ড. মুহাম্মদ শহীদুল হক, ড. মাসুম আহমাদ, ড. মো: রফিকুল ইসলাম সরদার, ড. মাছুমা হাবিব, ড. মো: মাহবুব আলম, ড. মো: বাহানুর রহমান, ড. কেএম মোস্তাফিজুর রহমান, ড. মো: শওকত আলী, ড. মো: গোলাম মুর্তুজা, ড. মো: আবদুল আলীম, ড. আহমদ খায়রুল হাসান, ড. এম এ ফারুখ, ড. মো: আমির হোসেন, ড. মো: আসাদুজ্জামান সরকার, ড. মোহাম্মদ সাইফুল্লাহ, ড. মো: সামছুল আলম ভূঞা, ড. মো: রোস্তম আলী, ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী, ড. তাহসিন ফারজানা, ড. হুমায়ন কবির, ড. আবদুল্লাহ ইকবাল, ড. কাজী রফিকুল ইসলাম, ড. মো: আব্দুল কাফি, ড. মো: হারুন অর রশিদ, শরীফ-আর-রাফি, মুহাম্মদ সাজেদুল আরেফীন ও ড. মোঃ বজলুর রহমান মোল্যা প্রমুখ।

Link copied!