তেজগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নেওয়া হয়েছে, রেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৩, ১০:২৬ এএম

তেজগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নেওয়া হয়েছে, রেল চলাচল স্বাভাবিক

পুড়ে যাওয়া ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগের পর ক্ষতিগ্রস্ত ট্রেনটি ২ ঘণ্টা পর সরিয়ে সচল করা হয়েছে লাইন। এতে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তেজগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক। পুড়ে যাওয়া ট্রেনটিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে নেত্রকোনা থেকে ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। ভোর ৫টার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছালে আগুন দেখতে পান স্থানীয়রা। কিছু বুঝার উঠে আগেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের ৩টি বগিতে। আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা যাত্রীরা চিৎকার শুরু করেন।

এরমধ্যেই মা-ছেলেসহ চারজন পুড়ে মারা যান। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৪টি মৃতদেহ সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।  

Link copied!