কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, চড়া সবজির দাম

জাতীয় ডেস্ক

জুন ২২, ২০২৪, ১০:১৯ পিএম

কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, চড়া সবজির দাম

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার পাঁচ দিন পরেও অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ ও অন্যান্য সবজি। ছোট জাতের দেশীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে। তবে হাইব্রিড মরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।  

অন্যান্য সবজির মধ্যে কাঁকরোল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, জালি প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, লতি প্রতি কেজি ৬০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৬০ টাকা, করোলা প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকা,  লেবু প্রতি হালি ৬০ টাকা ও ঢেঁড়স প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, উপলক্ষ পেলেই অসাধু ব্যবসায়ীরা কায়দা করে এসব কাঁচামালের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা হাতিয়ে নেয়। প্রশাসনের উচিত ঈদের এক সপ্তাহ আগে থেকে সপ্তাহ খানেক পর পর্যন্ত বাজারে কঠোর নজরদারির ব্যবস্থা করা।

এদিকে বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। তবে কাঁচা মরিচের দাম আগে আরও বেশি ছিল, এখন কিছুটা কমেছে।

Link copied!