২৯ জুন ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল

ইংল্যান্ডকে ৬৮ রানে হারালেন রোহিতরা

স্পোর্টস ডেস্ক

জুন ২৮, ২০২৪, ০২:১৬ এএম

ইংল্যান্ডকে ৬৮ রানে হারালেন রোহিতরা

ভারতের বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ছবি: সংগৃহীত

গায়ানায় ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ২০১৪ সালের পর টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। ২৯ জুন তারা শিরোপা লড়াই করবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। 

বৃষ্টির জন্য পিছিয়ে শুরু হয় ম্যাচ। ২০ ওভারের ম্যাচই ছিল। ইংল্যান্ড আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। জবাবে ইংল্যান্ড ১৬.৪ ওভারে সবকটি ‍উইকেট হারিয়ে ১০৩ রান করে।

ভারতের দুই স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব সমান ৩টি করে উইকেট নেন। ১২ রানে ২ উইকেট জসপ্রিত বুমরাহর। ভারতের স্পিন সামলাতে পারেননি জস বাটলাররা।

এর আগে ভারতের বড় সংগ্রহে অবদান রাখেন রোহিত শর্মা ও সুরিয়াকুমার যাদব। রোহিত ৩৯ বলে ৫৭ রান করেন। আর সুরিয়াকুমার করেন ৩৬ বলে ৪৭ রান। 

১৩ বলে ২৩ রান করেছেন হার্দিক পান্ডিয়া। বৃষ্টিতে আউট ফিল্ড স্লো ছিল। উইকেটেও বল নেমে এসেছে। তারপরেও ভারত বড় স্কোর করে। 

Link copied!