সড়ক দুর্ঘটনা

অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২৩, ১১:৫৬ পিএম

অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অল্পের জন্য পরিবারসহ প্রাণে বাঁচলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোকার। তাঁর প্রাইভেট কারের সাথে দুরন্ত পরিবহনের এক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হাইকমিশনার নিজেই প্রাইভেট কারটি চালাচ্ছিলেন।

শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে বিজয়নগর থানার রামপুর ব্রিজের উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

হাইকমিশনারের স্ত্রী রেহেনা সারোয়ার কাকার, মেয়ে মিস হুদা আব্বাস খোকার, ছেলে মোহাম্মদ খোকার এ সময় গাড়িতে ছিলেন। তারা সামান্য আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন কামার আব্বাস খোকার। রামপুর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে ঢাকাগামী দুরন্ত পরিবহনের একটি বাসের সাথে তাদের প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান হাইকমিশনারসহ তাঁর পরিবার। 

হাইওয়ে পুলিশের অফিসার আরও জানান, “ডেপুটি হাইকমিশনার নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তিনি কিছুটা আহত হয়েছেন। বড় ধরনের কিছু হয়নি। পরিবারসহ সবাই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। বাসটিকে জব্দ এবং হেল্পার মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Link copied!