আবারও পুরান ঢাকার কারখানায় আগুন, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৫, ২০২১, ০৪:৫৭ পিএম

আবারও পুরান ঢাকার কারখানায় আগুন, নিহত ৫

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৫ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে সোয়ারীঘাট সংলগ্ন গনি মিয়ার হাটসহ ‘রুমানা রাবার ইন্ডাস্ট্রিজ’ নামে একটি জুতা কারখানার দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় পাঁচ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা মো. রায়হান  দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সিাভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও উৎস সম্পর্কে তিনি কিছু জানাননি। তবে ফায়ার সার্ভিস জানায় ক্যামিকেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ফায়ার সার্ভিস ধারণা করছে, ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ পাঁচ জন হয়তো শ্বাসরোধ হয়ে মারা গেছেন। এছাড়া ভবন থেকে লাফিয়ে পড়ে দুই জন আহত হয়েছেন। মৃতদেহ এবং আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

নিহতরা কারখানার শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেলেও তাদের নাম-পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইউম দ্য রিপোর্টকে বলেন, শ্রমিকদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ দগ্ধ হয়নি। ভবন থেকে লাফিয়ে পড়ে দুইজন আহত হয়েছেন। মরদেহগুলোর ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।

মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে গেলেও আগুন যেনো পিছু ছাড়ছে না পুরান ঢাকাবাসীদের।  একাধিক আগুনের ঘটনায়  প্রশাসন আশ্বাস দিলেও সরেনি কেমিক্যালে গোডাউনসহ দাহ্য পদার্থের ব্যবসা প্রতিষ্ঠান। তাই হরহামেশাই আগুনে পুড়ে মৃত্যুপুরিতে পরিণত হচ্ছে পুরান ঢাকার বিভিন্ন স্থান।  এই এলাকার বাসিন্দাদের প্রায় মৃত্যুঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলতে হচ্ছে।  যার সর্বশেষ ঘটনাটি ঘটলো পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড।

এর আগে, চলতি বছরের গত ১১ অক্টোবর  রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার ২ নম্বর সড়কের বংশাল মাঠের পাশে একটি রাসায়নিকের দোকানে অগ্নিকাণ্ড ঘটে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এরও আগে, গত ২৩ এপ্রিল পুরনো ঢাকার আরমানিটোলায় ছয়তলা একটি ভবনে আগুন লাগার ঘটনায় ৪জন মারা যায়। আহত হয় ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ১৮ জন। নিহতের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। নারী ঐ ভবনের বাসিন্দা এবং পুরুষটি ভবনের নিরাপত্তা কর্মী ছিলেন।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকায় চকবাজারে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হতে সৃষ্ট আগুন পার্শ্ববর্তী ভবনসমূহে ছড়িয়ে পড়ে এবং বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে এলাকাটি বিদ্যুৎ-সংযোগবিচ্ছিন্ন হয়ে যায়। দমকল বাহিনী পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও (সরকারি হিসাব মতে) ততক্ষণে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে ৭৮ জন মারা যান। আহত হন প্রায় অর্ধশত।

Link copied!