এবি ব্যাংকের ১৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৮, ২০২১, ১২:৪৯ এএম

এবি ব্যাংকের ১৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ১৫ সাবেক কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এ ছাড়া অভিযুক্ত ১৫ আসামির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। যাতে তারা দেশ ছেড়ে পালাতে না পারে।  

এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, “মামলার দুই আসামি মো. শহিদুল ইসলাম ও আবদুর রহিমের জামিন আবেদনের শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ স্বেচ্ছায় এই আদেশ দেন।”

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া ১৫ আসামি হলেন—মো. এরশাদ আলী, এ বি এম আব্দুস সাত্তার, আনিসুর রহমান, মো. রুহুল আমিন, ওয়াসিকা আফরোজী, মুফতি মুস্তাফিজুর রহমান, সালমা আক্তার, মোহাম্মদ এমারত হোসেন ফকির, মো. তৌহিদুল ইসলাম, শামীম এ মোরশেদ, খন্দকার রাশেদ আনোয়ার, সিরাজুল ইসলাম, মাহফুজ উল ইসলাম, মশিউর রহমান চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরী।

Link copied!