কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, সতর্কতা জারি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৫, ২০২৪, ০৯:৩৩ পিএম

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, সতর্কতা জারি

আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। এমনই পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে আগামীকাল সোমবার থেকে বৃষ্টি বেড়ে তাপপ্রবাহ কমার বিষয়টিও জানানো হয়েছে।

রোববার (৫ মে) সন্ধ্যায় দ্য রিপোর্ট ডট লাইভকে এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। তিনি বলেন, “আগামী ৭১ ঘণ্টার মধ্যেই কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। এ জন্য আবহাওয়া অফিস সতর্কতা জারি করেছে।”

আরও পড়ুন: সন্ধ্যার মধ্যেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

তিনি আরও বলেন, “আগামীকাল সোমবার সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে।”

একই দুপুরে দ্য রিপোর্ট ডট লাইভকে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেছিলেন, “সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা আছে।” এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাতের যেকোনো সময় বৃষ্টির সম্ভাবনা আছে।”

Link copied!