কুমিল্লার ঘটনায় এক অপপ্রচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৫, ২০২১, ০৭:১৩ এএম

কুমিল্লার ঘটনায় এক অপপ্রচারকারী আটক

কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালানোর অভিযোগে গোলাম মাওলা নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সাইবার মনিটরিংয়ের মাধ্যমে তাকে কুমিল্লা থেকে আটক করা হয়।

র‌্যাব-১১ এর কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম মাওলার বিরুদ্ধে অভিযোগ, তিনি কুমিল্লা পূজা মণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। অভিযুক্ত গোলাম মাওলার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কুমিল্লা শহরের নানুয়ার দিঘীর উত্তরপাড়ের একটি পূজা মণ্ডপে কোরআন শরিফ পাওয়া গেছে এমন গুজবে বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকেই কুমিল্লা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে শহরের পরিস্থিতি যেন খারাপের দিকে না যায় এবং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে সে লক্ষ্যে শহরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া, জেলা প্রশাসনের চাহিদা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তায় এরই মধ্যে কুমিল্লা, নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২ জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার। প্রয়োজনে সারা দেশে বিজিবি মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।

Link copied!