মাঘের শুরুতেই শীত বেড়েছে দেশের ৮০ ভাগ এলাকায়

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২৩, ০৭:৩৩ পিএম

মাঘের শুরুতেই শীত বেড়েছে দেশের ৮০ ভাগ এলাকায়

মাঘের শীতে বাঘ পালায়—এ প্রবাদ তো আছেই। বর্তমান পরিস্থিতির সাথে মিলেও যেতে শুরু করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অংশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দেশের বেশির ভাগ এলাকায় আজ মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য আরও কমে এসেছে। ফলে শীতের অনুভূতি আরও বেড়েছে। ঘন কুয়াশার কারণে দেশের বেশির ভাগ এলাকায় সূর্যের আলোর দেখা পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা কমতে থাকবে। এরপর আবার বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীর বদলগাছীতে। এ সময় টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

Link copied!