ত্রিশালে মাইক্রোবাস খাদে; গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২৩, ০৪:৪৭ পিএম

ত্রিশালে মাইক্রোবাস খাদে; গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭ জন।

রবিবার (১২ মার্চ) রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার রাঙামাটিতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, রাত ২টার দিকে ঢাকাগামী ওই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। সাথে সাথে সেটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মাইক্রোবাসের চার যাত্রী আগুনে পুড়ে যায়। অগ্নিদগ্ধ আহত ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি মাঈন উদ্দিন আরও জানান, কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা তদন্ত করে জানা যাবে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। শনাক্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, দুই নারীসহ পুড়ে যাওয়া চারজনের মরদেহ গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়। গুরুতর আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত এক যাত্রী জানান, তারা জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয় এর পর আর কিছু বলতে পারেননি তিনি।

হতাহতরা সবাই জেলার ধোবাউড়া উপজেলার বাসিন্দা। তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।

Link copied!