দুর্ভিক্ষ ঠেকাতে সরকার হঠানোর বিকল্প নেই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৮, ২০২২, ০৮:১৯ পিএম

দুর্ভিক্ষ ঠেকাতে সরকার হঠানোর বিকল্প নেই: ফখরুল

সারাদেশে আজকে একটা প্রকৃত নীরব দুর্ভিক্ষ চলছে দাবি করে ওই দুর্ভিক্ষ মোকাবিলায় সরকারকে হঠানো ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন। জাতীয়তাবাদী যুবদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, “সারাদেশে আজকে একটা প্রকৃত নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ বলতে পারে না। তারা মুখোশ পরে টিসিবির ন্যায্যমূল্যের ট্রাকের পেছনে গিয়ে দাঁড়ায়। লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। ধাক্কাধাক্কি করে কোনো রকমে এক লিটার তেল, কিছু চাল-ডাল আর আলুর জন্য।”

আওয়ামী লীগ নেতারাই নীরব দুর্ভিক্ষের কারণ উল্লেখ করে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা আরও বলেন, “বাজারের যত সিন্ডিকেট সেই সিন্ডিকেটের প্রধান হচ্ছেন আওয়ামী লীগের নেতারা। আজকে সারাদেশে যত চাঁদাবাজি, ঘুষ খাওয়া সবকিছুর মূল হচ্ছে এ আওয়ামী লীগ। ৭২-৭৫ সালেও একই অবস্থা ছিল। সেদিনও তাদের অযোগ্যতা আর দুর্নীতির কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল।”

বাণিজ্যমন্ত্রীর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “বাণিজ্যমন্ত্রী যেদিন বললেন, জিনিসপত্রে দাম কমাও তা না হলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেদিনই পেঁয়াজের দাম প্রতিকেজি ১০ টাকা বেড়ে গেল। এর অর্থ এ সরকারের বাজারের ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই।

মির্জা ফখরুল বলেন, “নির্যাতন-নিপীড়ন করছে তাকে বন্ধ করতে হলে, মানুষকে বাঁচাতে হলে, দুর্ভিক্ষ যেন না হয় তার ব্যবস্থা করতে হলে এ সরকারকে হঠানো ছাড়া আর কোনো বিকল্প নেই।”

আবারও নিরপেক্ষ সরকারের দাবি তুলে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের দিন শেষ হয়ে এসেছে সুতরাং ভালোয় ভালোয় পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন “

আয়োজন  সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে  অন্যদের  মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম।

Link copied!