দেশে বন্যায় মৃত্যু ১০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৪, ২০২২, ০২:৪৭ এএম

দেশে বন্যায় মৃত্যু ১০০ ছাড়াল

দেশে চলমান বন্যায় এ পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এবং দুর্ঘটনায় মৃতের সংখ্যা একশ ছাড়িয়েছে। একইসঙ্গে সারাদেশে বন্যাজনিত নানা রোগে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৩১ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত প্রায় দেড় মাসে বন্যাকবলিত চার বিভাগে এখন পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে বন্যাকবলিত এলাকাগুলো পানিতে ডুবে, ডায়রিয়া, সাপের কামড় ও আঘাতজনিত নানা কারণে ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৯২ জন, আক্রান্ত ছিল সাড়ে ৯ হাজার। দুদিনের ব্যবধানে রোববার সকাল পর্যন্ত সেটি দশজন বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে। যাদের সবাই পানিতে ডুবে। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৬৬২ জন।

সবচেয়ে বেশি ৭৫ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। দ্বিতীয় সর্বোচ্চ বজ্রপাতে ১৫ জন, ডায়রিয়ায় একজন, সাপের কামড়ে ২ জন এবং অন্যান্য রোগের শিকার হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।

Link copied!