ধর্ষণের পর গরম পানি ঢেলে কিশোরীকে হত্যা!

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩, ২০২১, ০৩:০৩ এএম

ধর্ষণের পর গরম পানি ঢেলে কিশোরীকে হত্যা!

টাঙ্গাইলের মির্জাপুরে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর গরম পানি ঢেলে শারীরিক নির্যাতন করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রামের একটি জমি থেকে অজ্ঞাতপরিচয় ওই কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার পরিদর্শক(তদন্ত) মো. গিয়াস উদ্দিন গণমাধ্যমকে জানান, শনিবার সকালে পালপাড়া কুরনীটেক নুর মোহাম্মদের খালি জমিতে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর মরদেহ দেখতে পেয়ে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

গিয়াস উদ্দিন আরও বলেন, ধারণা করা হচ্ছে ধর্ষণের পর গরম পানি ঢেলে এবং শারীরিক নির্যাতন করে ওই কিশোরীকে হত্যা করা হয়েছে। কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে গরম পানিতে পোড়া ফোসকা ও জখমের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!