বরিশালে সংঘর্ষ: ইউএনও-বরিশাল সিটি মেয়রের 'সমঝোতা' সফল!

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৩, ২০২১, ০৭:০৫ এএম

বরিশালে সংঘর্ষ: ইউএনও-বরিশাল সিটি মেয়রের 'সমঝোতা' সফল!

সম্প্রতি বরিশালে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে ইউএনওর বাসভবনে হামলা এবং ইউএনও বাসভবন থেকে গুলি ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি অবশেষে 'সমঝোতা' হয়েছে। রবিবার (২২ আগস্ট) রাতে বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদলের বাসভবনে এই 'সমঝোতা' বৈঠকটি হয়।

সমঝোতা বৈঠকটি সফল হয়েছে বলে জানায় বরিশাল সিটি করপোরেশন মেয়রের একাধিক সূত্র। উপজেলা অফিসেরও একটি সূত্র থেকে জানা যায় এ খবর। তবে সমঝোতায় কোন শর্ত রয়েছে কিনা বা মামলাগুলোর কি হবে এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে এ বিষয়ে জেলা বা বিভাগীয় প্রশাসনের তরফ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানা যায়।

বৈঠক বিষয়ে প্রকাশিত ছবিতে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেনসহ আরও বেশ কয়েকজনকে দেখা যায়।

এদিকে এই ছবি প্রকাশের পর প্রশংসার পাশাপাশি অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। আনসার সদস্যদের গুলিতে আহতদের ভবিষ্যৎ কি হবে এবং তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে নাকি মেয়র অথবা ইউএনও ব্যক্তি উদ্যোগে নেবেন এ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন।

Link copied!