বাণিজ্যিকভাবে ৫-জি চালু হচ্ছে শিঘ্রই

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২১, ০৬:০৯ এএম

বাণিজ্যিকভাবে ৫-জি চালু হচ্ছে শিঘ্রই

প্রযুক্তিতে পশ্চাদপদতা অতিক্রম করে ফাইভ-জি যুগে বাংলাদেশ প্রবেশ করেছে। আগামী মার্চের মধ্যে বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

বুধবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ব্যবহারের জন্য ফাইভ-জি অপরিহার্য।”

সচেতনতা এবং প্রযুক্তি দিয়ে ডিজিটাল নিরপত্তার হুমকি মোকাবেলা করতে হবে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, “যত বেশি ডিজিটাল তত বেশি নিরাপত্তা ঝুঁকি।

এসময়, বিআইজিএফ সভাপতি হাসানুল হক ইনু বলেন, “২০০৮ সালের ডিজিটাল কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ তৃতীয় শিল্প বিপ্লব যুগে প্রবেশ করে। এরই ধারাবাহিকতায় উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়।

ডিজিটাল প্রযুক্তি অর্থনৈতিক অগ্রগতির অপরিহার্য অঙ্গ উল্লেখ করে তিনি ইন্টারনেটকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Link copied!