মাঘের শীত আরও কয়েকদিন বাড়বে

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৮:১১ এএম

মাঘের শীত আরও কয়েকদিন বাড়বে

কয়েকদিন ধরে মাঘের আকাশে মেঘ-বৃষ্টির আনাগোনা। দুপুরটায় মেঘমুক্ত আকাশ। বিকেলেই আবার মেঘ। রোদ-মেঘের এই লুকোচুরিতে হেয়ালি চলছিল আবহাওয়ায়। তবে হুট করে দুদিন বৃষ্টি ও তা বিদায় নেওয়ার পরপরই সারা দেশে হাড়কাঁপানো শীত নেমে এসেছে। বিশেষ করে দুপুর গড়িয়ে বিকেল হতেই তাপমাত্রা কমছে।

ফলে দেশের প্রায় সব জেলাতেই তাপমাত্রা কমেছে। আটটি জেলায় এরই মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। এগুলো হলো নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা, মৌলভীবাজার ও চট্টগ্রাম।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার দিনের তাপমাত্রা একটু বাড়লেও রাতে শীত বাড়বে। আগামী কয়েক দিনই শীতের দাপট বাড়তে থাকবে। শৈত্যপ্রবাহ নতুন নতুন এলাকায় ছড়াবে। দিনে রোদ খাকবে, আর রাতে শীত বাড়বে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি পড়তে পারে। ফলে এ সময়ে যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে শীতের বাতাস দ্রুত সারা দেশে আবার ছড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন স্থানে শীত বেড়ে যাওয়ার যে লক্ষণ দেখা যাচ্ছে, তা আরও দুদিন অব্যাহত থাকতে পারে।

গত এক দিনে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। ঢাকার তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। আর সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কমেছে প্রায় ৪ ডিগ্রি। এ উপজেলার তাপমাত্রা রোববারও ছিল দেশের মধ্যে সবচেয়ে কম; ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়তে পারেন

হাড়কাঁপানো শীতে হঠাৎ বৃষ্টি

ঢাকায় শীতে মেঘলা আকাশ, তবে বৃষ্টি হচ্ছে না

হাড় কাঁপানো শীত কুড়িগ্রামে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Link copied!