মুহিবুল্লাহ হত্যা: গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ইলিয়াছের স্বীকারোক্তি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১১, ২০২১, ০২:৩৯ এএম

মুহিবুল্লাহ হত্যা: গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ইলিয়াছের স্বীকারোক্তি

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই মামলায় গ্রেপ্তার আসামি রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ইলিয়াছ। রবিবার (১০ অক্টোবর)  দুপুরে তার জবানবন্দি গ্রহণ করেন কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন।

তবে জবানবন্দিতে ইলিয়াছ কী বলেছেন, তা এখনও জানা যায়নি।

গত ৩ অক্টোবর দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫–এ অভিযান চালিয়ে মো. ইলিয়াছকে (৩৫) গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এরপর তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে উখিয়া থানার পুলিশ।

মুহিবুল্লাহ হত্যা মামলায় মোহাম্মদ ইলিয়াছের আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেককে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। মুহিবুল্লাহ হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে ক্যাম্পে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লম্বাশিয়া আশ্রয়শিবিরের ডি ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ (৪৮)। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। পরের দিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন।

Link copied!