উজানের পাহাড়ী ঢল যমুনায়: সিরাজগঞ্জে বন্যার অবনতি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২০, ২০২২, ০৭:০৫ পিএম

উজানের পাহাড়ী ঢল যমুনায়: সিরাজগঞ্জে বন্যার অবনতি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সিরাজগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পানি বাড়ায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় শহররক্ষা বাঁধ এলাকায় ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কয়েক দিন ধরে অব্যাহত পানি বৃদ্ধির ফলে চরাঞ্চল বেষ্টিত ৮টি ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকার অধিকাংশ নিচু জমি তলিয়ে গেছে। বসতবাড়িতে পানি ওঠায় অনেকে পরিবার-পরিজন নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট।

অপরদিকে যমুনার পানি বৃদ্ধির ফলে তীব্র ভাঙন দেখা দিয়েছে জেলার বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর এলাকায়। নদীভাঙন অব্যাহত থাকায় ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে এসব এলাকার মানুষ।

  
Link copied!