রাষ্ট্রপতির সঙ্গে ইসির বিদায়ী সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৯:০৭ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে ইসির বিদায়ী সাক্ষাৎ আজ

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে আজ রবিবার বিদায়ী সাক্ষাৎ করবেন কেএম নূরুল হুদা’র নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “রাষ্ট্রপতি সাক্ষাতের জন্য আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সময় দিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সিইসি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব যাবেন বলেও জানান তিনি।

ইসি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের মধ্যে কে এম নূরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন। নির্বাচন কমিশনাররা হলেন-মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। ওই বছরের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন তারা। নিয়োগ পাওয়ার পর ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ করে বর্তমান নির্বাচন কমিশন। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বর্তমান কমিশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে।

Link copied!