রিজভী এক মামলায় গ্রেপ্তার, টুকু তিন মামলায়

আদালত প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২২, ০৭:২১ পিএম

রিজভী এক মামলায় গ্রেপ্তার, টুকু তিন মামলায়

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে রাজধানীর পৃথক তিন থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে রিজভী ও টুকুকে আদালতে উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন টুকুর আইনজীবী নিহার হোসেন ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর ও তোফাজ্জল হোসেনের আদালত রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানার নাশকতার অভিযোগে করা মামলায় সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন।

 

সোমবার এই তিন মামলায় টুকুর জামিনের আবেদন করা হবে বলেও তিনি জানান।

Link copied!