কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম

নিজস্ব প্রতিবেদক

মে ১৮, ২০২১, ০৬:২৩ পিএম

কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম

‘গুরুত্বপূর্ণ’ নথিপত্র নেওয়ার অভিযোগে করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাংবাদিক রোজিনা ইসলামকে হাজির করে পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী বৃহস্পতিবার (২০ মে) তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। ঢাকা মেট্রোপলিটান পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ মামলার বিষয়ে গণমাধ্যমে বলেন, ‘স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। দণ্ডবিধি ৩৭৯, ৪১১ ধারায় ও অফিসিয়ালস সিক্রেসি অ্যাক্ট ৩ ও ৫ ধারায় মামলা করা হয়েছে।’

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিব (পিএস) মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষ থেকে সোমবার বিকেল ৩টার দিকে রোজিনা ইসলামকে আটক করে রাত ৯টার দিকে শাহবাগ থানায় নেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, ‘গুরুত্বপূর্ণ’ নথিপত্রের ছবি তোলা ও সঙ্গে করে নিয়ে যাওয়ার অভিযোগে তাকে পুলিশে দেওয়া হয়েছে।

তবে ওই অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রোজিনা সোমবারই বলেন, ‘তিনি কোনো নথিপত্র নেননি কিংবা নথিপত্রের ছবি তোলেননি। সচিবের সঙ্গে দেখা করতে গেলে সচিবের পিএস তার সঙ্গে খারাপ ব্যবহার করে পুলিশ ডাকে।’

রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। রোজিনার বোনের ভাষ্যমতে, তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

Link copied!