রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ফের আগুন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২২, ১২:২৮ এএম

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ফের আগুন

মিয়ানমানের সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে আবারও আগুন লেগেছে।

রবিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার বিষয়টি কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান,  ১৬ নং ক্যাম্পের জি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি।” এখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে আগুন লাগে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে লাগা আগুনে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

Link copied!