সেই মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৫, ২০২১, ০২:৫৪ এএম

সেই মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি ও বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে থানায় তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে রাজশাহীর নগরের রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ তিনটি মামলা করা হয়।

রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোমিন মামলা করেছেন বোয়ালিয়া মডেল থানায়। ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মামলা করেছেন রাজপাড়া থানায়। এবং অপর মামলাটি করেছেন রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক। তিনি চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি, আ. লীগ থেকে পৌরসভার মেয়র বহিষ্কার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানানমামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার বাদীদের মধ্যে কাউন্সিলর আব্দুল মোমিন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে রয়েছে। তৌহিদুল হক সুমন মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক। এছাড়া আনোয়ার হোসেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Link copied!