২৩ জুলাই থেকে সব কলকারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৩, ২০২১, ০৭:৪২ পিএম

২৩ জুলাই থেকে সব কলকারখানা বন্ধ

করোনাভাইরাসের কঠোর সংক্রমণ প্রতিরোধে চলমান লাবডাউনে তৈরি পোশাক (গার্মেন্টস) কারখানা খোলা থাকলেও ঈদের পর আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই ১৪ দিন সকল কলকারখানা বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মোট ২৩টি বিধিনিষেধ মানার বিষয়ে বলা হয়েছে। তার মধ্যে বিধিনিষেধের ৫ নম্বরে স্পষ্টভাবে বলা হয়েছে- ‘সকল প্রকার  শিল্প কারখানা বন্ধ থাকবে।’

মঙ্গলবার (১৩ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারও একই তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ‘এবারের প্রজ্ঞাপনে আরেকটি বিষয় নতুন করা হয়েছে। ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত সকল কলকারখানা বন্ধ থাকবে।’

উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-আজহা উদ্‌যাপন উপলক্ষ্যে জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই ২০২১ তারিখ মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ০৬টা পর্যন্ত আরোপিত সকল বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এছাড়া, কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। শপিংমল ও দোকানপাট খোলা থাকবে । তবে বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে বলে জানানো  হয়।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

Link copied!