৩০৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩২৮, শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক

মে ২, ২০২৩, ০৬:৪৪ পিএম

৩০৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩২৮, শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় শীর্ষে রয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। ঈদযাত্রায় ৩০৪টি সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত ও ৫৬৫ জন আহত বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২ মে) রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

মোজাম্মেল বলেন, ঈদে যে কয়টি বাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে তার মধ্যে ব্যক্তিগত মোটরসাইকেল দুর্ঘটনা বেশি ঘটেছে এবং নিহতের সংখ্যা বেশি। ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৫৪ শতাংশ।

এছাড়া ঈদে নৌ, সড়ক ও রেলপথ মিলিয়ে ৩৪১টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৫৫ জনের। আহতের সংখ্যা ৬২৯। এবারের ঈদে গত বছরের তুলনায় ১৮ ভাগ দুর্ঘটনা কমার পাশাপাশি প্রাণহানি কমেছে ২১ ভাগ। নিহতের ৫১ শতাংশ এবং আহতের ২১ শতাংশ।

Link copied!