৬ বছরে একজনকেও ফেরত নেয়নি, নতুন করে কাউকে নেবো না

কূটনৈতিক প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২৩, ১১:৪০ পিএম

৬ বছরে একজনকেও ফেরত নেয়নি, নতুন করে কাউকে নেবো না

ছয় বছর আগে মিয়ামার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গা শরণার্থীদের একজনকেও দেশটির সরকার ফেরত নেয়নি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাফ জানিয়ে দিয়েছেন, নতুন করে আর একজন রোহিঙ্গাকেও নেওয়া হবে না।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের সমাপনী দিনের দ্বিতীয় অধিবেশনে ডিসিদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমার সরকারকে আমরা বলেছি যেন আর কাউকে পাঠানো না হয়। কিন্তু ওখানে সংঘাত চলছে, বাড়িঘর জ্বালিয়ে ফেলা হচ্ছে, ভয়ে রোহিঙ্গারা পালাতে চাচ্ছে।”

ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, “তারা (মিয়ানমারের জান্তা সরকার) বলেছে তাদের লোকগুলোকে নিয়ে যাওয়া হবে। কিন্তু আজ ছয় বছর চলছে তারা একটা লোককেও নেয়নি। তাদের মধ্যে আন্তরিকতার অভাব আছে, তবে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি “

রোহিঙ্গারা আবারও বাংলাদেশে ঢুকছে-এমতাবস্থায় সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের পলিসি হচ্ছে আমরা বাংলাদেশে আর একটাও রোহিঙ্গা নেবো না। কিন্তু আমরা তো ওদের মারতে পারি নো। এ বিষয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবস্থান নিয়েছে। কিছু কিছু (রোহিঙ্গা) যখন আসে তখন আমরা চেষ্টা করি তা ম্যানেজ করার।”

তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যুতে সরকারের অগ্রাধিকার হচ্ছে তারা অবশ্যই তাদের দেশে (মিয়ানমার) ফিরে যাবে। তাদের প্রত্যাবর্তন করতে হবে আর এটাই আমাদের এক নম্বর অবস্থান।”

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান,কিছু ট্রাভেল এজেন্সি অবৈধভাবে মানুষকে বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত।  ডিসিদেরকে তাদের ওপর নজর রাখতে এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করতে বলেছি।

Link copied!