‘র‌্যাবের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভারতের কাছে সহযোগিতা চাওয়া সরকারকে ধিক্কার’

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩০, ২০২২, ০২:৩৩ এএম

‘র‌্যাবের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভারতের কাছে সহযোগিতা চাওয়া সরকারকে ধিক্কার’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “র‌্যাবের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা তোলার জন্য ভারতের কাছে পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতা চেয়েছেন। কিন্তু এই গুম-খুন হত্যার নির্দেশদাতা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভারতের কাছে সহযোগিতা চাওয়া হয়! এই সরকারকে ধিক্কার জানাই।”

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাট এলাকায় সোনারগাঁও উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বর্তমান সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হলে সব রাজনৈতিক দলকে একত্রিত করে জাতীয় ঐক্য গড়ে তোলতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আদায় করে নতুন সংসদ ও সরকার গঠন করতে হবে।”

তিনি আরও জানান, “বিরোধী দলকে দমন করার জন্য ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অনেক অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে এই সরকার। মানবাধিকার লঙ্ঘনের কারণে আমেরিকার সরকার গুম খুন হত্যা সঙ্গে যারা জড়িত কমপক্ষে ৮ জনের বিরুদ্ধে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন। আর সেই নিষেধাজ্ঞা তোলার জন্য সরকার নানা জায়গায় ধরনা দিয়ে চলছেন।”

সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নার সভাপতিত্বে  বক্তব্য রাখেন- ঢাকা বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

Link copied!