ব্রিটেনের প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ের সেই কেকের টুকরোটি বিক্রি হয়েছে। ১ হাজার ৮৫০ ইউরো বা ২ হাজার ৫৫৮ মার্কিন ডলারে কেকের টুকরোটি নিলামে বিক্রি হয়। ৪০ বছরের পুরনো ওই কেকের টুকরোর জন্য যুক্তরাজ্যে বুধবার নিলাম ডাকা হয়।
১৯৮১ সালের ২৭ জুলাই প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ে হয়েছিল প্রিন্সেস ডায়ানার। যুক্তরাজ্যের রাজবাড়িতে ২৩টি কেক কাটা হয়েছিল সেই বিয়ে উপলক্ষে। বিয়ের কেকগুলোর একটি টুকরো এখনও সংরক্ষিত আছে রাজপ্রাসাদে। সেটি যত্নে রেখে দিয়েছিলেন রানীর কর্মচারী মোয়রা স্মিথ।
কেকের টুকরো যেভাবে কাটা হয়েছিল এখনও ঠিক সেরকমই আছে। মোয়রা সেটি ২০০৮ সাল পর্যন্ত নিজের কাছে রেখেছিলেন। পরে একজন কেকের টুকরোটি তার থেকে চেয়ে নিজের বাড়িতে রাখেন। সেই টুকরোটিই রাজপরিবারের সম্মতিতে বিক্রির জন্য নিলাম সংস্থার সঙ্গে যোগাযোগ করেন মোয়রা।
১৯৮১ সালে সেই রাজকীয় বিয়েতে হাতে সাদা গোলাপ-টিউলিপের তোড়া আর সাদা প্রিন্সেস গাউন, মাথায় স্পেনসার টিয়ারা পরে পরীর সাজে সেন্ট পলস ক্যাথিড্রালে গিয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। তার মৃত্যুর পর আজও রঙিন সেই দৃশ্য। তিনি আরও অনেক কিছুর সঙ্গে স্মরণীয় হয়ে আছেন ওই কেকের টুকরোর মধ্যেও। এবার সেটি নিলামে তোলে ডমিনিক উইন্টার নামের একটি সংস্থা।
এর আগে ডমিনিক উইন্টার জানায়, আমরা ধারণা করছি, এটি এখনো ভালো আছে, তবে খাওয়ার ব্যাপারে আমরা মানুষকে সতর্ক করছি
অনলাইনে নিলাম ডাকার পর কেকটি কেনার সৌভাগ্য অর্জন করেন যুক্তরাজ্যের উত্তরাঞ্চলীয় শহর লিডসের ব্যবসায়ী গ্যারি লেটন। এজন্য তাকে গুণতে হয়েছে ২ হাজার ৫৫৮ মার্কিন ডলার। কেকের টুকরোটি ৩০০ থেকে ৫০০ পাউন্ডে বিক্রির আশা করেছিল সংস্থাটি।
গ্যারি লেটন একজন বড় ব্যবসায়ী। কেক কেনার পর উচ্ছ্বসিত গ্যারি বলেন, তার মৃত্যুর আগে এটি তিনি চ্যারিটিতে দিয়ে যাবেন। রাজপরিবারের স্মৃতিস্মারকবিষয়ক বিশ্লেষক ক্রিস অ্যালবুরি বলেন, নিলামে কেকের টুকরোটি নিয়ে অনেক মানুষের আগ্রহ ছিল। বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ছাড়াও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মানুষের আগ্রহ ছিল আকাশচুম্বী।
এর আগে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার ব্যবহার করা একটি গাড়ি নিলামে বিক্রি হয়। গাড়িটি ৫২ হাজার পাউন্ডে কিনে নেয় দক্ষিণ আমেরিকার একটি যাদুঘর। সিলভার রংয়ের গাড়িটি প্রিন্সেস ডায়ানাকে আংটি বদলের সময় উপহার হিসেবে দিয়েছিলেন প্রিন্স চার্লস।