পুরুষ সঙ্গী ছাড়া অন্তঃসত্ত্বা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০১:০৪ পিএম

পুরুষ সঙ্গী ছাড়া অন্তঃসত্ত্বা

অ্যাকুরিয়ামে শাপলাপাতার মাছ। সংগৃহীত ছবি

চার্লি। না, চ্যাপলিন নয়! মানুষও নয়। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার অ্যাপালাচিয়ান এলাকায় অ্যাকুয়ারিয়ামে শাপলাপাতা মাছ  এটি। বিস্ময়কর ঘটনা ঘটিয়ে আলোচনার জন্ম দিয়েছে প্রাণীটি।

সংবাদসংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কোনো পুরুষ সঙ্গীর সঙ্গে প্রচলিত জৈবিক সম্পর্ক ছাড়াই, একা একা গর্ভধারণ করেছে।  তার গর্ভে চারটি পোনা আছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এগুলো জন্ম নিতে পারে বলে জানিয়েছেন অ্যাকুয়ারিয়ামের মালিক। তিনি বলেন, অন্তত গত আট বছরে সে তার প্রজাতির কোনো পুরুষ সঙ্গীর সঙ্গে থাকেনি।  

অ্যাকুয়ারিয়ামে জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছে শার্লট নামের এ মাছটি।

এ ঘটনায় এখন সবচেয়ে বড় শিক্ষা হলো যৌনসংসর্গ ছাড়া (পার্থেনোজেনেসিস) নিষিক্ত ডিম থেকে বংশ বৃদ্ধি পায়, যেখানে পুরুষের কোনো জিনগত অবদান নেই।

কিছু পোকামাকড়, মাছ, উভচর প্রাণী এবং সরীসৃপ প্রাণীর মধ্যে বিরল এ ঘটনা দেখা গেলেও স্তন্যপায়ীদের মধ্যে দেখা যায়নি। এই তালিকায় ক্যালিফোর্নিয়া কনডর পাখি, কোমোডো ড্রাগনস এবং হলুদপেটের সাপও রয়েছে।

শাপলাপাতা মাছ নিয়ে কাজ করেন, এমন এক বিশেষজ্ঞ বলেন, ওই ট্যাংকে থাকা ছোট্ট পাঁচটি হাঙরের মধ্যে যেকোনো একটির সঙ্গে শার্লটের মিলিত হওয়া অসম্ভব। যদিও বিভিন্ন খবরে বলা হচ্ছে, কোনো আন্তপ্রজাতির সঙ্গে মিলিত হওয়ার ফলে শার্লট অন্তঃসত্ত্বা হতে পারে।

Link copied!