অনলাইনে শুক্রাণু কিনে ’ই-বেবি’র মা হলেন বৃটিশ নারী

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২১, ০৫:৪৬ পিএম

অনলাইনে শুক্রাণু কিনে ’ই-বেবি’র মা হলেন বৃটিশ নারী

অনলাইনে শুক্রাণু কিনে মা হয়েছেন এক ব্রিটিশ নারী। এই ই-বেবির নাম রাখা হয়েছে ইডেন।ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন গর্ভধারণের আগে ইউটিউব টিউটোরিয়াল দেখে এ বিষয়ে বিস্তারিত জেনে নিয়েছিলেন ৩৩ বছর বয়সী ব্রিটিশ নাগরিক স্টেফানি টেইলর।

ফার্টালিটি ক্লিনিকে গর্ভধারণের খরচ দেখে রীতিমতো আঁতকে উঠেছিলেন এক সন্তানের মা ইংল্যান্ডের নানথ্রোপে টিসাইড এলাকার বাসিন্দা স্টেফানি।

তাই, ’এ বেবি’ অ্যাপের দ্বারস্থ হয়ে শুক্রাণু ও গর্ভধারণ কিটের অর্ডার দেন তিনি। স্টেফানি টেইলর জানিয়ছেন প্রথম প্রচেষ্টাতেই গর্ভ ধারণ করেছেন তিনি। বিস্ময়ে অভিভুত স্টেফানি জানিয়েছেন শতভাগ অনলাইন বেবি ইডেন এবং এটি একটি অলৌকিক ঘটনা।

আগের পার্টনারের সাথে পাঁচ বছরের আরেকটি সন্তান ফ্রাঙ্কির মা স্টেফানি। আবারও মা হতে পেরে যারপরনাই খুশি তিনি এবং যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ইডেনের জন্ম হলো তাতে গর্বিত বোধ করছেন মা স্টেফানি।

অনলাইন প্লাটফর্মে ডোনারের সাথে যোগাযোগ করেন তিনি। গত বছরের জানুয়ারিতে শুক্রাণু দিতে ডোনার নিজেই এসেছিলেন স্টেফানির বাড়িতে।

তিনি জানান, বড় হয়ে ইডেন চাইলে দেখা করতে পারবে ডিএনএ কন্ট্রিবিউটরের সাথে। তবে, আপাতত নিজের নাম প্রকাশ করতে চান না শুক্রাণু দাতা।

Link copied!