বন্ধুর জন্য প্রেমিকাকে ভাগিয়ে আনতে গিয়ে তাঁকে নিয়ে নিজেই উধাও!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৩, ০৮:১৮ পিএম

বন্ধুর জন্য প্রেমিকাকে ভাগিয়ে আনতে গিয়ে তাঁকে নিয়ে নিজেই উধাও!

প্রেমিকাকে ভাগিয়ে আনার জন্য ঘনিষ্ঠ বন্ধুকে পাঠিয়েছিলেন প্রেমিক। সেই বন্ধুই তাঁকে নিয়ে উধাও হয়ে গেছেন। আর প্রেমিকার মায়ের দায়ের করা অপহরণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে সেই প্রেমিককে। বন্ধু আর সেই প্রেমিকা এখনো পলাতক। ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদীতে।

স্থানীয় পত্রিকার খবরে জানা যায়, মুলাদী পৌরসভার চরডিক্রী গ্রামের সিরাজ সরদারের ছেলে হাসান। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে হাসানের সাথে দশম শ্রেণির এক ছাত্রীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ছাত্রীর অভিভাবকেরা দ্রুত অন্যত্র বিয়ে ঠিক করেন। কিন্তু ছাত্রী বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে হাসানের সাথে পালানোর পরিকল্পনা করে এবং তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

সেই পরিকল্পনা মতো গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রীকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য হাসান সরদার তাঁর ঘনিষ্ঠ বন্ধু তেরচর গ্রামের মৃত সেলিম হাওলাদারের ছেলে শওকত হোসেনকে পাঠায়। 

কিন্তু শওকত হোসেন ওই ছাত্রীকে নিয়ে উধাও হয় এবং হাসানের সাথেও যোগাযোগ বন্ধ করে দেয়। প্রেমের সম্পর্ক ধরে পুলিশ হাসান সরদারকে আটক করলে তিনি বিষয়টি খোলাসা করে বলেন। গত বুধবার রাতে ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। মামলা হওয়ার পর পুলিশ হাসানকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠায়। 

ছাত্রীর মায়ের ভাষ্য, তাঁর মেয়ে এ বছর এসএসসি পরীক্ষা দেবে। প্রেমের সম্পর্কের বিষয়টি জানতে পেরে বিয়ের আয়োজন করা হচ্ছিল। কিন্তু হাসান সরদার কৌশলে তাঁর বন্ধুকে দিয়ে মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যায়। জানতে পেরে হাসান ও তাঁর বন্ধু শওকতকে আসামি করে মুলাদী থানায় মামলা করা হয়েছে। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ এনে তাঁর মা দুজনকে আসামি করে মামলা করেছেন। হাসান সরদারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীকে উদ্ধার এবং শওকত হোসেনকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

Link copied!