আগস্ট ৪, ২০২৪, ০৪:১৮ এএম
শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বাসায় হামলার পর বন্দরনগরীতে চার বিএনপি নেতার বাসায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের রাজধানীর বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানান, “মেহেদীবাগ এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া বাদশা মিয়া রোডে শাহাদাত হোসেনের অ্যাপার্টমেন্টের গাড়ি পার্কিংয়ে প্রায় ২০০ লোক ইট-পাথর ছোড়ে।এ সময় তারা দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পার্কিংয়ে থাকা আরও আটটি গাড়ি ভাঙচুর করে।”
মোহাম্মদ ইদ্রিস আরও জানান, “আওয়ামী লীগের লোকজন নগরীর মেহেদীবাগ এলাকায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনও ভাঙচুর করে। এরপর আওয়ামী লীগের লোকের পাঁচলাইশ আবাসিক এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসায় ভাঙচুর শুরু করে। রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায়ও হামলা হয়।”
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) তারেক আজিজের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ঘটনার বিষয়ে অবহিত নন বলে জানান।
এদিকে, শনিবার রাত পৌঁনে ১২টার দিকে রুমিন ফারহানা তার ফেসবুক পেইজে লাইভে এসে অভিযোগ করেন, “একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে এসে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর করে গেলো। রুমিন, রুমিন বলে নিচে নামতে বলেন এবং বিভিন্ন রকমের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এসময় ওই ছেলেরা বাসার গেট ভাঙচুর করে।”
রুমিন ফারহানা আরও বলেন, “তিনি তার মাকে নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় থাকেন। এ ছাড়া রাজধানীর ধানমন্ডিতে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের বাসায় একদল দুর্বৃত্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু লোক তার খোঁজ করে।”
মোজাম্মেল হক জানান, “তিনি নিজে ওই বাসায় না থাকলেও তার বাসার কেয়ারটেকারকে এসে কিছু লোকজন গালিগালাজ করে যায়।”
এর আগে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলা এবং এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়।