আরও এক মামলায় জামিন পেলেন আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৪, ২০২৪, ০৮:২০ এএম

আরও এক মামলায় জামিন পেলেন আমির খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন মডেল থানার  মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে ১০ মামলার মামলার মধ্যে ৯ মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জামিন মঞ্জুর করেন। তবে রমনা মডেল থানায় দায়ের করা প্রধান বিচারপতির বাস ভবনে হামলার মামলায় জামিন পাননি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ গণমাধ্যম কে এসব তথ্য জানান।

এর আগে, ১৭ জানুয়ারি পল্টন থানার দুই মামলায় জামিন পান আমির খসরু। পরদিন আরও চার মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত। এরপর ২১ জানুয়ারি আরও দুই মামলায় আদালত তার জামিনের আদেশ দেন। দুই মামলায় অধিকতর জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন। আরও এক মামলায় জামিন পেলে কারামুক্ত হতে পারবেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমির খসরুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৩ নভেম্বর তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Link copied!