আওয়ামী লীগ নেতাদের পালাতে সাহায্যকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে: প্রেস সচিব

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৭:২৭ পিএম

আওয়ামী লীগ নেতাদের পালাতে সাহায্যকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা আওয়ামী লীগের নেতাদের পালাতে সাহায্য করেছেন তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রবিবার, ০৯ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এসময় তিনি বলেন, ‘বেশিরভাগ নেতাই ৫ ও ৮ আগস্ট পালিয়েছেন। তখন সরকার ছিল না। পুলিশ অকার্যকর ছিল।’

প্রেস সচিব বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। প্রায় সব সূচক ইতিবাচক ধারায় ফিরেছে।

শফিকুল আলম জানান, ব্যাংক ডাকাতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি জানান, যুক্তরাজ্যের একটা টিম বাংলাদেশে এসে ঘুরে গেছে। এখন সুইজারল্যান্ডের একটা টিম বাংলাদেশের এসেছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ কীভাবে ফেরানো যায় সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার সাথে যোগাযোগ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, ‘যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় আনতে বলেছেন প্রধান উপদেষ্টা। তারা যেন কোনোভাবেই আইনের আওতার বাইরে না থাকেন। যারা এই কাজগুলো করেছেন তারা দেশের সাধারণ মানুষের টাকা মেরে দিয়েছেন। তাদের মধ্যে যারা এখানে আছেন তাদেরকে যে করেই হোক আইনের আওতায় আনা হয়।’

Link copied!