এবছর ঈদে মুক্তি পেয়েছে আদর আজাদ অভিনিত লিপস্টিক সিনেমা। তবে ভাগ্য যেন কোনভাবেই সহায় হচ্ছেনা তরুণ এই অভিনেতার। একদিকে হল সংকট, অন্যদিকে দর্শক ক্ষরায় প্রায় বন্ধের দিকে সিনেমাটির চলমান শো গুলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে লিপস্টিক সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে তুমুল আগ্রহ দেখা গেলেও হলে তেমন একটা সুবিধা করতে পারছে না এই সিনেমা। রবিবার যমুনা ফিউচার পার্কে খোঁজ নিয়ে জানা গেছে, অল্প সংখ্যক দর্শক নিয়েই চলছে লিপস্টিক। এছাড়া কেরানিগঞ্জের লায়ন হলেও লিপস্টিকের একই দশা।
এর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আদর আজাদের ‘যন্ত্রনা’ সিনেমাটি। সিনেমাটিতে নজর কাড়া লুক নিয়ে হাজির হলেও সুপার ফ্লপ হয় যন্ত্রনা।পাশাপাশি অল্প কিছুদিনের মধ্যেই হল থেকে অস্তিত্ব হারায় এই সিনেমা। এছাড়াও আদর আজাদ অভিনিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমায় ও দেখা গেছে একই চিত্র।
একের পর এক ফ্লপ সিনেমা উপহার পেয়ে দর্শকেরাও অনেকটাই হতাশ হয়েছেন। নিভেছে তাদের আশার আলো।
ঢালিউডে নায়ক সংকটের সময় সম্ভাবনার আলো নিয়ে বাংলা সিনেমায় অভিষেক ঘটেছিলো আদর আজাদের। সৈকত নাসিরের তালাশ সিনেমায় নতুন নায়কের আগমন অন্যরকম এক আগ্রহের সৃষ্টি করেছিলো সিনেপাড়ায়।
সুদর্শন চেহারা, মায়াবী চাহনি আর তামিল ধাচের ভিন্ন লুকে খুব সহজেই দর্শকের মনে এক আশার আলো জাগিয়েছিলো এই নায়ক। কিন্তু সময়ের সাথে সাথে নিভে গেছে সেই সম্ভাবনার আলো। কারণ দর্শকের প্রত্যাশা অনুযায়ী নিজের শক্ত অবস্থান তৈরিতে প্রতিনিয়ত ব্যর্থ হয়েছে এই নায়ক।
এই পর্যন্ত আদর আজাদ অভিনিত কোন সিনেমাই তেমন ব্যবসা করতে পারেনি প্রেক্ষাগৃহে ।এই নায়কের মুক্তি প্রাপ্ত প্রায় প্রতিটি সিনেমার নামের পাশেই দেখা গেছে ফ্লপের তকমা৷ তবে নতুন উদ্যোমে এই নায়ক ফিরে আসুক এমনটাই প্রত্যাশা সকলের।