শপথ নিলেন ড. ইউনূসসহ উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২৪, ০৩:৩০ পিএম

বঙ্গভবনে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত নয়টা ২১ মিনিটে প্রথমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর অন্যান্য উপদেষ্টাদের শপথ পাঠ করান তিনি। শপথ নেওয়ার সময় ডা. বিধান রঞ্জন রায়, ফারুকী আযম ও সুপ্রদিপ চাকমা অনুপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, ১৬ জন উপদেষ্টা হলেন ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ এবং ফারুক-ই-আযম।

আরও পড়ুন: কারা আছেন ড. ইউনূসের নতুন অন্তর্বর্তী সরকারে?

এর আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে চিকিৎসা শেষে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে অভ্যর্থনা জানান সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ৩ বাহিনীর প্রধান। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কসহ সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকে পুষ্পার্ঘ্য নিবেদন করে স্বাগত জানান। ব্রিফিংয়ে ড. ইউনূস বলেন, “আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করুন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করুন।”

Link copied!