দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বেশ আলোচনায় ছিলেন এ.কে আজাদ। স্বতন্ত্র লড়াইয়ে ঈগল প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। বেসরকারিভাবে প্রাপ্ত ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হককে চেয়ে ৫৯ হাজার ৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এ. কে. আজাদ।
১৫৪টি কেন্দ্রের মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৮২৪, বাতিল ভোট ২ হাজার ২০০, সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ১৩ হাজার ২৪টি। আর প্রদত্ত ভোটের শতকরা হার ৫২ দশমিক ৬৯ শতাংশ। এ. কে. আজাদ পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট আর শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।
এই আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকিরা হলেন- বাংলাদেশ কংগ্রেসের মুঈদ হোসেন আরিফ (ডাব) তার প্রাপ্ত ভোট ৪৪১, জাতীয় পার্টির এস, এম, ইয়াহিয়া (লাঙ্গল) তার প্রাপ্ত ভোট ৫৮৩, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খাঁন (নোঙ্গর) তার প্রাপ্ত ভোট ২৯২, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেন (একতারা) তার প্রাপ্ত ভোট ৩২১।