ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৯:২৬ এএম
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক করছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে মনোনয়ন বোর্ডের এই সভা শুরু হয় বেলা সাড়ে ১২টায়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ৫৪৯ জন। দললটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন ফরম।
গত মঙ্গলবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির এ কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ ছিল। মনোনয়ন ফরমের মূল্য ছিল ৫০ হাজার টাকা।
আওয়ামী লীগ এবার পাচ্ছে ৪৮টি সংরক্ষিত আসন। বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ ( ২০০৪ সনের ৩০ নং আইন ) বলা আছে, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের উদ্দেশ্যে, নির্বাচন কমিশন, ধারা ৩ এর অধীন প্রকাশিত রাজনৈতিক দল ও জোটসমূহের তালিকার ভিত্তিতে প্রত্যেক তালিকার অন্তর্ভুক্ত সদস্যদের মোট আসন সংখ্যার আনুপাতিক হার অনুযায়ী এই ধারার বিধান অনুসারে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও জোটের অনুকূলে সংরক্ষিত মহিলা আসনসমূহ বণ্টন করিবে৷
সংসদে নৌকা প্রতীকে জয় পাওয়া ২২৫ এমপির হিসেবে ক্ষমতাসীন আওয়ামী আনুপাতিক হারে নিজেরা পচ্ছে ৩৮টি সংরক্ষিত আসন। ৬২ স্বতন্ত্র এমপির সঙ্গে মতৈক্য হওয়ায় তাদের ভাগের ১০ আসনেও আওয়ামী লীগই প্রার্থী দেবে।