চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিতের হুঁশিয়ারি দিল বৈষম্যবিরোধীদের একাংশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৬:১৪ পিএম

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিতের হুঁশিয়ারি দিল বৈষম্যবিরোধীদের একাংশ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ঘোষিত তিন কমিটি বাতিলসহ তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটির একাংশ। দাবি মানা না হলে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল বাসির নাইম তিন দফা দাবি ঘোষণা করেন। তিনি জানান, কমিটিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের অভিযুক্তদের মূল্যায়ন করা হয়েছে। এ ছাড়া একই ব্যক্তিকে একাধিক পদ দেওয়া হয়েছে। গতকাল ঘোষিত ওই কমিটির সবাইকে অবাঞ্ছিত করার ঘোষণা দেওয়া হয়।

আবদুল বাসির নাইম আরও জানান, এই কমিটির জন্য হাসনাত আবদুল্লাহ ও আরিফ সোহেল দায়ী। দাবি না মানা হলে হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিতের হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সমন্বয়ক জোবায়ের মানিক ও সিয়াম এলাহী। ঘোষিত কমিটি বাতিল না করলে এবং অন্তর্বর্তী কমিটি গঠন করে অভিযুক্তদের বিচার না করলে আজ বিকেল ৩টার মধ্যে চট্টগ্রাম নগরী অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয় এ সময়।

চট্টগ্রাম নগরী অবরোধের অংশ হিসেবে এরই মধ্যে নগরীর লালখান বাজারের সড়ক অবরোধ করে রেখেছেন বৈষম্যবিরোধীদের একাংশ। এতে প্রায় ২ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

Link copied!