অতিরিক্ত যাত্রী ওঠালে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

এপ্রিল ২, ২০২৪, ১২:১২ এএম

অতিরিক্ত যাত্রী ওঠালে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

বাস, ট্রেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতরের প্রস্তুতিমূলক সভা শেষে এ হুঁশিয়ারি দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। যানজট নিরসনে রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে আইনশৃঙ্খলা বাহিনী অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নজরদারি করবে।’

তিনি আরও বলেন, ‘যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, র‌্যাব, জেলা পুলিশ সমন্বয় করে কাজ করবে। সড়ক ও মহাসড়ক বিভাগ চিহ্নিত স্পটে সিসি ক্যামেরা স্থাপন করে যানজট পরিস্থিতি তদারকি করা হবে। এরই মধ্যে বিভিন্ন সড়কে স্থায়ী ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

Link copied!