ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তার “অযৌক্তিক”: তথ্য প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৪, ০৯:০৯ এএম

ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তার “অযৌক্তিক”: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীদের পাইকারিভাবে গ্রেপ্তারের বিরুদ্ধে সরব হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা “অযৌক্তিক” বলেও মন্তব্য করেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, “প্রধানত শিক্ষার্থী ও ফ্যাকাল্টির সদস্যদের নেতৃত্বে এই আন্দোলন ছিল ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে।”

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) আরাফাত পোস্ট করেন, “এই বিক্ষোভ শান্তিপূর্ণ। এখানে কোথাও সহিংসতা ছিল না। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের মতো ইসরায়েলেও হত্যা, লুটের ঘটনা ঘটছে।”

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মার্কিন প্রশাসনের চোখ রাঙানি উপেক্ষা করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তথ্য প্রতিমন্ত্রী যোগ করেন, “এটা শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে বিক্ষোভ। এখানে সহিংসতার কোনো কিছু নেই।”

তিনি মনে করছেন, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পরেও মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার আগ্রাসন চোখে পড়ার মতো। মোহাম্মদ আরাফাত বলেন, “আমি একটা কথা ভেবে অবাক হয়ে যাই। এদেশে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো মার্কিন প্রশাসনও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে এবং পাইকারিভাবে গ্রেপ্তার করছে। কয়েক মাস আগে তথাকথিত নির্বাচন বর্জনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি-জামায়াত।”

বিএনপি-জামায়াতের নিন্দা করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “আমি স্পষ্টতই মনে করি, এদেশের গণতন্ত্রে সহিংসতার ঠাঁই নেই।”

Link copied!