আওয়ামী লীগকে ‘জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক’ বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
এ সময় জামায়াত নিষিদ্ধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল সরকারের কাছে প্রশ্ন তোলেন, “জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার এত দিন নেয়নি কেন? এখন কেন নিচ্ছে?”
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবের অভিযোগ, “সরকার একটা ইস্যু তৈরি করে পরে তা ভিন্ন খাতে নিয়ে যায়।”
তিনি বলেন, “বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণেরই দায়িত্ব তারা কার রাজনীতি গ্রহণ করবে, কার রাজনীতি গ্রহণ করবে না। এ জন্য একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দরকার।”
পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “যারা স্বৈরাচার তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়।”
জামায়াত নিষিদ্ধের বিষয়ে মিত্র-জোট হিসেবে বিএনপির অবস্থান সংক্রান্ত প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “এটা আমাদের কনসার্ন (চিন্তা) নয়। এটা সরকারের কনসার্ন।”