তাজউদ্দিন আহমদকে অপমান করেছে আওয়ামী লীগ: রিজভী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৫, ২০২৪, ০৬:২৯ পিএম

তাজউদ্দিন আহমদকে অপমান করেছে আওয়ামী লীগ: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী। ছবি: দ্য রিপোর্ট.লাইভ

দেশের অভ্যন্তরে স্বাধীন বাংলা গঠনকারী তাজউদ্দিন আহমদকেও আওয়ামী লীগ অপমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৫ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। রুহুল কবির রিজভী যোগ করেন, ‘এই অবমূল্যায়নের মধ্যে দিয়ে গোটা মুক্তিযুদ্ধকেই অপমান করা হয়েছে।’

ওবায়দুল কাদেরকে তিনি বলেন, ‘আপনারা ক্ষমতায় আসার পর থেকেই আমরা পরাধীন দেশে পরিণত হয়েছি। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকেই মানছেন না আপনারা। জনসাধারণকে বিভ্রান্ত করবেন না।’

সরকারের সমালোচনায় সরব রিজভী। ছবি: দ্য রিপোর্ট.লাইভ

‘জিয়াউর রহমানকে টার্গেট করা হয়’
১৯৭১ সালের ২৩ মার্চ বঙ্গবন্ধুর ক্ষমতা হস্তান্তরের চেতনাই ওবায়দুল কাদের ধারণ করছেন- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘পাকিস্তান রক্ষাই ছিল আওয়ামী লীগের অঙ্গীকার। পাকিস্তানের ক্ষমতা না পাওয়ার হতাশা থেকেই জিয়াউর রহমানকে টার্গেট করা হয়।’

বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: দ্য রিপোর্ট.লাইভ

‘ওবায়দুল কাদেরের বক্তব্য বিভ্রান্তিমূলক’
আওয়ামী লীগ নেতাকর্মীদের বক্তব্যকে ‘অবান্তর’, ‘মনগড়া’ ও ‘বানোয়াট’ উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘মানসিক আশ্রয় নিতেই তাদের মন্ত্রীরা পরিপূর্ণ মিথ্যাবাদী হিসেবে আত্মপ্রকাশ করেছে।’

একই সময় ওবায়দুল কাদেরের বক্তব্য বিভ্রান্তিমূলক ও গণতন্ত্র বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘ওবায়দুল কাদের শেখ হাসিনার ইচ্ছায় কথা বলছেন তবে তাতে বিএনপির কিছু যায় আসে না। ওবায়দুল কাদেরের এই বক্তব্য আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে প্রমাণ করছে।’

Link copied!