স্মৃতিসৌধে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, উপস্থিত জনতার ধাওয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২৫, ১২:৫৩ পিএম

স্মৃতিসৌধে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, উপস্থিত জনতার ধাওয়া

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাল পতাকা হাতে একদল লোককে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করতে দেখা গেছে।

বুধবার, ২৬ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সেসময় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে প্রায় ৫০ জনের একটি দল আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে মারধর করে। পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের সমর্থক সন্দেহে তিনজনকে আটক করেছে। খবর দ্য ডেইলি স্টার।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, ‘অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।’

Link copied!