আগস্ট ১২, ২০২৪, ০৪:৩৫ পিএম
আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এ জন্য নিরাপত্তা নিশ্চিতে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট বঙ্গভবনে পদত্যাগপত্রে সই করার পর ভারতের উদ্দেশে রওনা হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ অবস্থায় ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনার বিষয়টি জানতে দলের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে বিবিসি। তাদের মধ্যে একজন হলেন মাহবুবউল আলম হানিফ। এই কর্মসূচি ঘিরে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান তিনি।
মাহবুবউল আলম হানিফ বলেন, “ওই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি, সেই অনুমতি দেওয়া হবে।”
আরও পড়ুন: ১৫ আগস্ট নিয়ে দেশবাসীকে যে আহ্বান জানালেন হাসিনা-পুত্র
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ১৫ আগস্ট শান্তিপূর্ণভাবে ফুল দিয়ে জাতির পিতা, স্বাধীনতার চেতনা ও নিজের পরিবারের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।