জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে: নাহিদ ইসলাম

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৫, ০৭:১৬ পিএম

জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে বলে জানিয়েছেন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার, ০২ মে বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘গত ১৬ বছর রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে মানুষ নেমে আসেনি, ছাত্র-জনতার ডাকে এসেছে।’

বিচার চলাকালীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে।’  

বিক্ষোভ সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘মুজিববাদীরা বাংলাদেশকে ভারতের কাছে তুলে দিয়েছিল। অন্য রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে।’

এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ৯ মাস আগে শহীদ মিনারের মতো আজও ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছেন। আওয়ামী লীগের বিচার না করা এ দেশের মানুষের সঙ্গে তামাশার শামিল বলেও উল্লেখ করেন দলটির নেতারা। এ সময় পাড়া মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরির ঘোষণাও দেন তিনি।

এসময় তিনি সম্প্রতি চাকরিচ্যুত তিন সাংবাদিকের বিষয়ে বলেন, ‘প্রশ্ন করা সাংবাদিকরা সাংবাদিক নন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর।’

গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি। বেলা ৩টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুরু হয় সমাবেশ। মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এর আগে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন নেতাকর্মীরা। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ২১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন থানা ও অঞ্চলভিত্তিক বিক্ষোভ সমাবেশ, মশাল মিছিল ও গণসংযোগ করেছেন দলের নেতারা। 

Link copied!